My Cart Item(s): 0
Klassy Missy is the largest online retailer of premium beauty products in Bangladesh and one of the fastest growing Beauty E-commerce Company In Bangladesh. Category Banner One
Your bag is empty

Sub Total

0 TK

Brand Logo

Community

SIGN IN for FREE Shipping 🚚

Don’t have an account?

Create a new Account

SIGN IN

HOME

BRANDS

PREORDER

CAMPAIGNS

COUPONS

DISCOUNTS

General Products FAQ

FAQ Main Banner Image

ক্লাসি মিসির দীর্ঘ চার বছর ধরে সাফল্যে ও সুনামের সাথে আপনাদের পাশে আছে। ক্লাসিমিসির উদ্দেশ্য সৎ ও হালাল পন্থায় ব্যবসা করা বা প্রতিটি কাস্টমারকে সেবা দেওয়া। আল্লাহ্‌ উত্তম ও বরকতময় রিজিক রেখেছেন শুধুমাত্র সৎ ও হালাল ব্যবসায়। আল্লাহ্‌ কে ভয় করে ও আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জন করাই আমাদের ব্যবসার মুল মন্ত্র ও শক্তি। সততার সাথে হালাল উপার্জনের মাধ্যম হিসাবে ব্যবসা-বাণিজ্যের প্রতি উৎসাহিত করে মহান আল্লাহ বলেন,

وَأَحَلَّ اللهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا،

‘আল্লাহ্‌ ব্যবসাকে হালাল এবং সূদকে হারাম করেছেন’ (বাক্বারাহ ২৭৫)

এ আয়াত থেকে বুঝা যায়, ইসলাম উপার্জনের পেশা হিসাবে হালাল পথে ব্যবসা-বাণিজ্য করতে যেমন উৎসাহ দিয়েছে, তেমনি অবৈধ পথে অর্থ-সম্পদ উপার্জন করতেও নিষেধ করেছে। মিথ্যার আশ্রয় নিয়ে অবৈধ উপায়ে সম্পদ উপার্জন করে সাময়িকভাবে লাভবান হওয়া গেলেও এর শেষ পরিণতি অত্যন্ত ভয়াবহ। কাজেই অন্যায়, যুলুম, ধোঁকাবাজি, প্রতারণা, মুনাফাখোরী, কালোবাজারী, মওজুদদারী ইত্যাদি অবৈধ ও ইসলাম বিরোধী কার্যাবলী পরিহার করে সততার সাথে ব্যবসা-বাণিজ্য করতে হবে। রাসূলুল­াহ (ছাঃ) বললেন,

إِنَّ التُّجَّارَ يُبْعَثُوْنَ يَوْمَ الْقِيَامَةِ فُجَّارًا إِلاَّ مَنِ اتَّقَى اللهَ وَبَرَّ وَصَدَقَ

‘ক্বিয়ামতের দিন ব্যবসায়ীরা মহা অপরাধী হিসাবে উত্থিত হবে। তবে যারা আল্ল­াহকে ভয় করবে, নেকভাবে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে ব্যবসা করবে তারা ব্যতীত’। [৫]

ধর্ম ও রবের কাছে জবাব্দিহিতার ভয় ছাড়া কোন মানুষ পৃথিবীতে সৎ হতে পার না। আর আমরা ক্লাসি মিসি পরিবার ঠিক সেই লক্ষ্যকে নির্দিষ্ট করে আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ্‌ আল্লাহর রহমতে ভবিষ্যতেও ঠিক একই ভাবে প্রতিটি কাস্টমারকে সেবা দেবার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা সব সময় চাই আমাদের কাস্টমারকে প্রতিটি কেনাকাটায় শত ভাগ সন্তুষ্ট থাকুক। এজন্য ক্লাসি মিসি সব সময় ১০০% অথেন্টিক প্রোডাক্ট সরবারাহের নিশ্চয়তা দেয়। সেই সাথে ইসলামের নির্দেশিত নিয়ম কানুন মেনে আমারা চেষ্টা করি সব সময় কাস্টমার কে সেবা দেবার জন্য।

অনেক সময় প্রোডাক্ট কেনার পরে কম বেশি সবার টুকটাক প্রশ্ন থাকে প্রোডাক্টের ব্যাপারে। আবার অনেকেই আছেন একদম নতুন ব্যবহার করছেন কোন একটি ব্রান্ডের প্রোডাক্ট সেক্ষেত্রে প্রোডাক্টের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন মাথায় ঘুরতে পারে এটা খুব স্বাভাবিক। Klassy Missy সব সময় শত ভাগ অথেন্টিক প্রোডাক্ট কাস্টমারকে সরবারাহ করে, তবে অনেক সময় কম বেশি অনেকের মনে কিছু প্রশ্ন ঘুরপাক খায় আর সেটার জন্যই এই শর্ট FAQ পেজ। এখানে খুব কমন কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর তুলে ধরার চেষ্টা করেছি আমরা। আশা করি এতে আপনার সাথে আমাদের সম্পর্ক ও আমাদের ব্যাপারে একটা সচ্ছ ধারনা আসবে। এই প্রশ্ন ও উত্তর আমাদের অভিজ্ঞতার আলকে এখানে উল্লেখ্য করা, তাই এই অভিজ্ঞতা অন্য কোন কোম্পানির সাথে না মেলার সম্ভবনা খুব বেশি।

১. CeraVe ব্র্যান্ডের প্রোডাক্টস এর গায়ে Product Expiry Date নেই কেনো ?

CeraVe ব্র্যান্ডের বেশির ভাগ প্রোডাক্টের গায়ে ব্র্যান্ড অফিসিয়ালি কোন এক্সপায়ার ডেট দিয়ে থাকে না। তবে কিছু আইটেম আছে যেগুলোর গায়ে ব্র্যান্ড অফিসিয়ালি এক্সপায়ারি ডেট উল্লেখ করে দেয় যেমন - CeraVe Acne Control Cleanser, Cerave Hand Cream , CeraVe Acne Control Gel , CeraVe Stick Sunscreen ইত্যাদি কিছু প্রোডাক্টের গায়ে ব্র্যান্ড অফিসিয়ালি ডেট উল্লেখ্য করে দেয়। তবে ব্র্যান্ড কেনো অন্য প্রোডাক্ট গুলোর এক্সপায়ার ডেট উল্লেখ করে না সেটা আমাদের জানা নেই, এটা শুধু CeraVe ব্র্যান্ডের ক্ষেত্রে নয় Europe and USA , Japan এর বেশির ভাগ ব্র্যান্ড তাদের প্রোডাক্টের গায়ে এক্সপায়ারী ডেট উল্লেখ করে না।

তবে এই ধরনের ব্র্যান্ড গুলোর প্রোডাক্ট সেলফ ডেট থাকে ৩ বছর , মানে প্রোডাক্ট ৩ বছর পর্যন্ত স্টোর করা যায় যদি প্রোডাক্টের মুখ না খোলা হয়। আমরা সাধরনত সরাসরি ৯৫% প্রোডাক্টস সরাসরি ব্র্যান্ড বা ব্র্যান্ডের অথ্রারাইজ শপ থেকে সংগ্রহ করি সুতরাং সে হিসাবে প্রায় প্রতিটি প্রোডাক্ট আপডেটেড মেয়াদের থাকে।

২. CeraVe ব্র্যান্ডের বড় সাইজের ময়েশ্চারাইজার গুলোর মুখে ইনটেক্ট সিল থাকে না কেনো ?

CeraVe, Cetaphil ব্র্যান্ডের প্রোডাক্টস গুলোর আলাদা করে কোন সিল থাকে না। এটা ব্র্যান্ড থেকে সরাসরি এভবেই সরবরাহ করে। কেনো সিল থাকে না এটার ব্যাপারে আমাদের সঠিক ভাবে জানা নেই। তবে UK/ France থেকে CeraVe এর কিছু প্রোডাক্টের মুখে পলি ওয়ারপ করা থাকে ছোট সাইজ Moisturizer/Cleanser এর মুখে।

শুধু CeraVe ব্র্যান্ড নয়, এভাবে অনেক ব্র্যান্ড প্রোডাক্ট তৈরি করে যেমন - La Roche Posay, The Inkey list, Cetaphil, The Ordinary, Glow Recipe, Paula's choice ইত্যাদি নামি দামি অনেক ব্র্যান্ডের প্রোডাক্টে আলাদা করে কোন এলুমিনিয়াম ফয়েল সিল/ স্টিকার, / পলি সিল থাকে না।

৩. CeraVe moisturizing cream 340g/454g/539g এর মুখে ছোট্ট ক্যাপ এর ছিল ছেঁড়া বা কাটা কেনো ?

সাধারণত CeraVe এর cream গুলোর ভিতরে কোন প্লাস্টিকের সিল বা অ্যালুমিনিয়াম ফয়েল এর সিল থাকে না ( ইউটিউবে হয়তো অনেক ভিডিওতে এমন অ্যালুমিনিয়াম বা পলি সিল দেখতে পারেন , তবে ওই প্রোডাক্টগুলো সাধারণত বাইরে বিক্রি করার জন্য নয়। USA এর নির্দিষ্ট কিছু স্টেট এর জন্য সেখানকার লোকাল আইন অনুযায়ী প্রোডাক্ট গুলোর মুখে সিল থাকে। যেটা ওই স্টেটের জন্য ব্র্যান্ড আলাদা করে প্রোডাক্ট তৈরি করে। আমাদের দেশে ওগুলো আসে না বা পাওয়াও যায় না )। তবে প্রোডাক্টের লেভেলের সাথে এডজাস্ট করে মশ্চারাইজারের ক্যাপে ছোট্ট একটা সিল থাকে। যদিও সেটা প্রোডাক্ট ইনটেক্ট কিনা সেটা বোঝার জন্য। CeraVe ব্র্যান্ড যেহেতু বাংলাদেশের জন্য না বা এই ব্র্যান্ড বাংলাদেশে কোন প্রোডাক্ট তৈরি করে না সুতরাং এই ব্র্যান্ডের সকল প্রোডাক্ট ইউকে বা ইউএসএ থেকে আমাদের দেশে আসে। প্রোডাক্টগুলো ইউকে বাই ইউএসএ থেকে বাংলাদেশে আসার জন্য বেশ দূরের পথ পাড়ি দিতে হয়। ব্র্যান্ড থেকে যেভাবে প্রোডাক্টগুলো সরবরাহ করে বেশিরভাগ সময় প্রোডাক্টের ক্যাপ লুজ থাকে। লুজ ক্যাপ থাকা অবস্থায় প্যাকিং করে সাধারণত বাংলাদেশে আনা সম্ভব না। এজন্য নরমালি আমাদের যখন শিপিং হয় তখন প্রতিটি ক্যাপ একটি একটি করে আলাদাভাবে ভালো করে টাইট দেওয়া হয় যেন প্রোডাক্ট আসার সময় কোন ভাবে নষ্ট না হয় বা ভিতরের ক্রিম বাইরে না বের হয়ে যায়।

CeraVe moisturizing cream FAQ Image

সাধারণত ইউকে বা ইউএসএ যেখান থেকে প্রোডাক্ট আসুক না কেন মশ্চারাইজারের মুখ ভালোভাবে টাইট দিয়ে কস্টেপ করে বাংলাদেশে পাঠানো হয়। এই কারণে লেবেল এর সিল সাধারণত কেটে সাইডে চলে যায় বা মিল থাকে না। তবে আমরা এনসিওর করি প্রতিটি প্রোডাক্ট ইনটেক্ট থাকে, কখনো কোনো অবস্থাতেই এই প্রোডাক্টগুলোর মুখ খোলা হয় না। যেহেতু ব্র্যান্ড থেকে প্রোডাক্ট সংগ্রহের পর আমাদের নিজেদের লোক সরাসরি এটা বাংলাদেশ পাঠায় আমাদের ওয়্যারহাউসে সুতরাং এখানে থার্ড পার্টি বা বাইরের কোন সাপ্লায়ার নেই। এজন্য আমরা শতভাগ নিশ্চিত করতে পারি প্রোডাক্টটি কোনভাবে ওপেন হয়নি। সাধারণত এত প্রোডাক্ট আসে যেগুলো মুখ খুলে দেখারও আমাদের কোন প্রয়োজন হয় না। উদেশ্য একটাই প্রোডাক্ট যেন সাবধানে ভালোভাবে কাস্টমারের হাতে পৌঁছায়।

৪. The Ordinary / The INKEY List / Paula's Choice / Good Moliculas/ Cerave/L'Oreal Paris /Cetaphil ব্র্যান্ডের প্রোডাক্টস গুলোর গায়ে কোন Expiry Date দেওয়া নেই অফিসিয়ালি কেনো ?
The Ordinary / The INKEY List / Paula's Choice / Good Moliculas/ Cerave/L'Oreal Paris /Cetaphil ব্র্যান্ড নয় এমন হাজারেরও বেশি ব্র্যান্ড আছে যাদের কোন প্রোডাক্টের গায়ে আলাদাভাবে মেয়াদ উত্তীর্ণ তারিখ উল্লেখ থাকে না। ব্র্যান্ডগুলো যেহেতু ইউকে বাই ইউএসএর তাই তারা সেই দেশের রুলস রেগুলেশন অনুযায়ী প্রোডাক্ট তৈরি করে। তবে এই প্রোডাক্টগুলো যেহেতু আমরা সরাসরি নিজেরা ব্র্যান্ড থেকে সংগ্রহ করি, সেই হিসেবে এই প্রোডাক্টের ব্যাচ ও লট অনুযায়ী আমরা মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করে দিয়ে থাকি।
৫. প্রোডাক্টের বার কোড কি অথেন্টিসিটি প্রমাণ করে ?

কোন প্রডাক্টের বার কোড ওই প্রোডাক্ট এর জন্য একটি ইউনিক নাম্বার। যে নাম্বার বা কোডের সাথে অন্য কোন প্রোডাক্ট এর কোন ম্যাচ হয় না। প্রতিটি ব্র্যান্ডের প্রতিটি আইটেমের ক্ষেত্রে একটি ইউনিক বার কোড থাকে। বারকোড সাধারণত মেশিন রিডেবল নাম্বার । বারকোড সাধারণত রিটেল শপের স্টক বা ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য ব্যবহৃত হয়। উদাহরণ দিলে আপনি স্বপ্ন আগুরা বা মিনা বাজারে কেনাকাটা করতে গেলে দেখবেন বিল করার সময় প্রোডাক্টের বার কোড স্ক্যান করছে। প্রোডাক্টে বার কোড স্ক্যান করছে কারণ কম্পিউটার যেন বুঝতে পারে এটি কোন প্রোডাক্ট এবং এটার প্রাইস কত সেই অনুযায়ী যেন আপনাকে বিল হিসাব করে দিতে পারে। সুতরাং বুঝতে পারছেন বারকোড এর কাজ কি , এটা প্রোডাক্ট এর কোন অথেন্টিসিটি জন্য না।

একটি ফেক প্রডাক্ট যখন তৈরি হয় আসল প্রোডাক্টের মত করে হুবহু নকল করে সেখানে বারকোড একটি ওপেন পাবলিক নাম্বার বা কোড। সেটাকে হুবহু কপি করা বা তৈরি করা অসম্ভব কিছু না। প্রোডাক্ট নকল করার চাইতে আরো ডাল ভাতের মতো সহজ ব্যাপার। যারা মনে করেন বারকোড থাকা মানেই প্রোডাক্ট অথেন্টিক তারা বোকার স্বর্গ বাস করেন।

৬. The Ordinary Alpha Arbutin সেরাম লালচে বা হলুদ রঙের মত কেনো ? / The Ordinary Alpha Arbutin সেরাম কি অক্সিডাইস হয়ে গেছে?

The Ordinary Alpha Arbutin সেরাম শুরু থেকে ক্রিস্টাল সাদা খেলে কালার ছিল। অনেকদিন রাখার পর বা ব্যবহারের পরে কিছুটা লালচে রং ধারণ করত। তবে ২০২১ সালের সে্টেম্বরের মাঝামাঝি সময়ে The Ordinary তাদের Alpha Arbutin এর ফরমুলেশন কিছুটা চেঞ্জ করে। এরপর থেকেই ব্র্যান্ড থেকে সরাসরি বেশির ভাগ সময় একটু লালচে কালার এর The Ordinary Alpha Arbutin ডেলিভারি করে।

শুরুর দিকে আমরা নিজেরাও কিছুটা বিব্রত অবস্থায় পড়েছি কাস্টমারের কাছে। যে আসলেই সেরাম এমন লালচে দেখতে লাগবে কেন?!। পরবর্তীতে আমরা সরাসরি DECIEM এর সাথে যোগাযোগ করে এবং এরকম রং হবার কারণ কি সেটাও জানতে চাই। DECIEM থেকে জানাই এটা খুবই নরমাল। Alpha Arbutin সেরাম স্বাভাবিক তাপমাত্রায় বা স্বাভাবিক পরিবেশে কিছুটা রং পরিবর্তন করে। তবে এমন পরিবর্তনে কার্যক্ষমতার কোন পরিবর্তন আসে না। সেরামের রং সাদা থাকলে যেমনটা কাজ করে আবার একটু রং পরিবর্তন করলেও ঠিক একই সমমান কাজ করে। সুতরাং এটা নিয়ে অবাক হওয়ার বা ভয় পাওয়ার কোন কিছু নাই। DECIEM এর স্টেটমেন্ট দেখতে চাইলে ক্লাসে মিসির পেজের ভিডিও সেকশনে দেখুন।

আরো একটি ভুল ধারণা আমাদের সবার ভিতরে কম দেশে আছে যে Alpha Arbutin অক্সিডাইস হয়। এটি সম্পূর্ণ ভুল ধারণা, Alpha Arbutin অক্সিডাইস হয় না। Vitamic C প্রোডাক্ট গুলো অক্সিডাইস হয় , সেই ধারণা থেকে অনেকে মনে করেন Alpha Arbutin ও অক্সিডাইস হয়। Alpha Arbutin অক্সিডাইস হয় তাহলে অবশ্যই ব্র্যান্ডগুলো সাদা কালারের প্রোডাক্ট সরবরাহ না করে সানলাইট প্রোটেক্ট করে এমন কালো কালারের বোতলে সেরাম সরবরাহ করতো। কিন্তু ব্র্যান্ড সেটা করে না কারণ Alpha Arbutin অক্সিডাইস হয় না।

৭. আমার ভিটামিন সি সেরাম হলুদ রঙ/লালচে রং ধারণ করেছে ( অক্সিডাইস হয়ে গেছে) , এখন কি এটা ব্যবহার করা যাবে?
ভিটামিন সি আলোর সংস্পর্শে আসলে সাধারণত অক্সিডাইস হয়ে যায় দ্রুত। এজন্য বেশিরভাগ ভিটামিন সি সেরামগুলো কালো কালারের বোতলে ব্র্যান্ডগুলো বাজারজাত করে। ভিটামিন সি অক্সিডাইস হলে সাধারণত এর কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় ( The Ordinary 100% L Ascorbic Acid Powder ক্ষেত্রেও প্রযোজ্য) । যেহেতু ভিটামিন সি কার্যক্ষমতা নষ্ট হয়ে গেলে সেটা ব্যবহার করা থেকে না ব্যবহার করাই ভালো। তবে কেউ যদি কার্যক্ষমতা আবার ফিরিয়ে আনতে চায় বা ব্যবহার করতে চায় সে ক্ষেত্রে The Ordinary Resveratrol 3% + Ferulic Acid 3% অথবা The Ordinary Pycnogenol 5% সেরামের সাথে ভিটামিন সি মিক্স করে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ভিটামিন সি সিরামের রং আগের মত হয়ে যাবে এবং কার্যক্ষমতা ও একই থাকবে। কিভাবে মিক্স করবেন এটা জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা আমাদের এক্সপার্টের কাছে পরামর্শ নিতে পারেন। তবে না জেনে না বুঝে বোকার মত মিক্স করে ,ব্যবহার করে নিজের ত্বকের বারোটা বাজাবেন না।
৮. CeraVe ব্র্যান্ডের cleanser অথবা moisturizer er গায়ে New/ NEUVEAU অথবা Value Size লেখা আছে বা নেই কেনো ?
CeraVe ব্র্যান্ডের প্রোডাক্টস গুলো Europe ও USA মার্কেট গুলোর জন্য ব্র্যান্ড প্রোডাক্টস তৈরি করে। ভিন্ন ভিন্ন স্টেট ও ভিন্ন ভিন্ন দেশের জন্য CeraVe প্রোডাক্টের লেবেল ডিজাইন করে থাকে। এজন্য এক দেশের সাথে অন্য দেশের বা স্টেটের লেবেল বা প্যাকেজিং ডিজাইন হতে পারে। আবার প্রোডাক্টের গায়ে স্প্যানিশ / ফ্রান্স / UK English থাকতে পারে। যেহুতু প্রোডাক্ট গুলো বাংলাদেশ এর জন্য ব্র্যান্ড প্রোডাক্টস তৈরি করে না সুতরাং লেবেল ডিজাইন সুনির্দিষ্ট নয়। এজন্য New/ NEUVEAU অথবা Value Size লেখা থাকতে পারে অথবা নাও থাকতে পারে প্রোডাক্টের অর্জিন অনুযায়ী। আর একারণে CeraVe ব্র্যান্ডের প্রোডাক্টস গুলোর ফেক প্রোডাক্টস চেনা মুশকিল সাধারণ ইউজারদের জন্য। তবে Klassy Missy ১০০% অথেন্টিসিটি এনন্সিউর করে প্রতিটি সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রেই। আর এই কারণেই আমরা ( Klassy Missy ) থার্ড পার্টি কোন সাপ্লায়ার বা সাপ্লাই চেইনের উপরে নির্ভর করে না, সরাসরি নিজেরেই প্রোডাক্ট Europe/USA থেকে প্রোডাক্টস সংগ্রহ করে আপনাদেরকে সরবরাহ করে।
৯. The Ordinary Niacinamide Pawder অথবা The Ordinary 100% L Ascorbic Acid Powder প্রথম খোলার পর ভিতরে দলা দলা / গোল গোল দলা পাকিয়ে আছে আছে কেনো ?
The Ordinary Niacinamide Pawder অথবা The Ordinary 100% L Ascorbic Acid Powder ইনটেক থাকা অবস্থায়ও ভিতরে দলা দলা পাকিয়ে যেতে পারে এটা খুব নরমাল। সাথে যে পিকার ( ছোট চামিস ) দেয় সেটা দিয়ে হালকা চাপ দিলেই আবার স্বাভাবিক পাউডার ফার্মে চলে আসে। এমন না এগুলো পানি সংস্পর্শে বা জলীয়বাষ্পের সংস্পর্শে এসে এমন দলা পাকিয়ে গেছে, এটা এমনিতেই এমন হয়ে যায়। বলা যায় এটা এক রকম ধর্ম। এই ব্যাপারে DECIEM এর কোন ব্যাখ্যা নেই সেহিসবে আমাদের কাছেও সঠিক ব্যাখ্যা নেই।
১০. The Ordinary Niacinamide 10% অথবা The Ordinary Hyaluronic Acid Serum এর বোতলের মুখে সাদা দানা দানা ক্রিস্টালের মত (চিনির মত দানা) জমে গেছে কিছু দিন ব্যবহারের পরে, এমন টা কেনো ? এটা কি নষ্ট হয়ে গেছে?
শুধু The Ordinary Niacinamide/ Hyaluronic Acid সেরাম এর ক্ষেত্রে এটা নয়, যেকোন ব্র্যান্ডের এই একটিভ ইনগ্রেডিয়েন্ট সেরাম গুলোর ক্ষেত্রেই এমন হতে পারে। এটা খুব স্বাভাবিক এবং প্রাকৃতিক একটা ব্যাপার এই একটিভ ইনগ্রেডিয়েন্ট গুলোর ক্ষেত্রে। বাতাসের সংস্পর্শে সেরাম এর ক্যাপের মুখে এমনটা ক্রিস্টাল দানার মত জমে যায়। এতে সেরাম গুণাগুণ বা কার্যক্ষমতা একদমই নষ্ট হয় না।
১১. The Ordinary Retinol / Retinoid এর ড্রপার ক্যাপের সাথে অন্য প্রোডাক্ট গুলোর মিল নেই কেনো ?
CeraVe moisturizing cream FAQ Image

ছবির মত অনেক অনেক রকমের The Ordinary ব্রান্ডের ড্রপার আছে, যা একটির সাথে অন্যটির মিল নেই। একটু ড্রপার চেঞ্জ দেখলেই অনেকে মনে করেন এটা হয়তো ফেক প্রোডাক্ট । কিন্তু এমন ক্যাপ থাকলে সেটা ফেক প্রোডাক্ট এমন না, তবে হ্যাঁ এমন ক্যাপের মত দেখতে ফেক প্রোডাক্টের ক্যাপ হয়। The Ordinary এর অথেন্টিক প্রোডাক্টের ক্যাপ গুলোর সুনির্দিষ্ট প্যাটার্ন আছে যা দেখলে সহজে বোঝা যায় কিন্তু একজন নতুন ব্যবহারকারী/ কাস্টমারের কাস্টমারের কাছে খুবই কনফিউজিং। The Ordinary Retinol / Retinoid ক্যাপ উপরের ছবির মত ভিন্ন ভিন প্যাটার্ন ও ক্যাপ থাকে যা সরাসরি ব্রান্ড থেকেই এভাবে আসে, তাই এমন ভাবার কোন কারন নেই যে এমন থাকলেই সেটা ফেক প্রোডাক্ট হবে। ক্লাসি মিসি সব সময় The Ordinary ব্রান্ডের সব প্রোডাক্ট সরাসরি DECIEM স্টোর / ওয়েবসাইট/ অথোরাইজ শপ ( কখনো কখনো সাপ্লাই না থাকলে ) থেকে সংগ্রহ করে, তাই প্রোডাক্ট অথেন্টিক না ফেক এমন কনফিউজ হবার কন চান্স নেই। ক্লাসি মিসি বাংলাদেশি কোন থার্ড পার্টি সাপ্লাইয়ার থেকে প্রোডাক্ট সংগ্রহ করে কাস্টমারকে ডেলিভারি করে না।

তবে The Ordinary প্রোডাক্টের যেহুতু অনেক ফেক প্রোডক্ট বাংলাদেশে সেল হয় ও হচ্ছে সে হিসাবে সাধারণ ক্রেতা হিসাবে সতর্ক থাকা উচিত সবার, কিন্তু কেনাকাটা হবে যখন ক্লাসি মিসিতে তখন এমন চিন্তা বা সতর্কের কোন দরকার নেই। আপনাকে অথেন্টিক প্রোডাক্ট ডেলিভারি করা আমাদের ফরজ সেটা আমাদের রবের পক্ষ থেকে।